যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পের পর থেকে সেই রাজ্যের হাজারো মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। খবর রয়টার্সের।
মঙ্গলবার ইউরেকা বন্দর নগরী থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে ভূমিকম্পটি। তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা হামবোল্টের ফার্নডেল শহরের ৭ দশমিক ৪ মাইল দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের জেরে ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগ্নিকাণ্ড হয়েছে। এ ছাড়া ফার্নডেল, নিকটবর্তী শহর ইউরেকাসহ হামবোল্টের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফার্নাডেল শহরের বাইরে ইল নদীর ফার্নাডেল ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হাম বোল্ড কান্ট্রির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অফিস, বাড়িসহ প্রায় ৭২ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ হামবোল্ট জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।