রোববার রাত ৮টার দিকে উপজেলার কবিরহাট পৌর শহরের কবিরহাট সরকারি কলেজের পশ্চিমে এনায়েতনগর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বারিপুকুর এলাকার ইমাম হোসেন বাটুর ছেলে। তিনি এক সন্তানের বাবা ছিলেন।
নিহতের প্রতিবেশী একরাম হোসেন বলেন, নিজ এলাকায় অটোরিকশা চালাতেন রাব্বি। রোববার রাত পৌনে ৮টার দিকে বারিপুকুর থেকে যাত্রী নিয়ে কবিরহাট বাজারের উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু কবিরহাট বাজারে না নিয়ে এনায়েত সড়কে নিয়ে যান যাত্রী। এতে যাত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যাত্রীবেশে ছিনতাইকারী চক্র তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
একরাম বলেন, কবিরহাট পৌর শহরের জৈনদপুর গ্রামের সর্দার বাড়ির শফির ছেলে রাসেল এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক বৃদ্ধ। আমরা এ হত্যার বিচার চাই।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশা ছিনতাই করতে রাব্বিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে তিনি পলাতক রয়েছেন।