পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। খবর আল-জাজিরার।
টিটিপি এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির নাম নিয়েছে। প্রতিবেশী দেশ আফগানিস্তানের তালেবানের সঙ্গে আদর্শগত মিল রয়েছে পাকিস্তান তালেবানের।
শরিফ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট। আর ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে সরকারের প্রধান জোট।
টিটিপি মুখপাত্র মুহাম্মদ খোরাসানি বিবৃতিতে বলেছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা।
প্রসঙ্গত, টিটিপি’র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের বর্তমান জোট সরকার। এজন্য জোটের নেতাদের বিরুদ্ধে বিশেষ করে এই দুই নেতাকে হুমকি দিয়েছে টিটিপি।