রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির অধীনে ৮টি উপকমিটি

  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ২৭৮ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির অধীনে ৮টি উপকমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. কামাল আবুল নাসের বলেন, এই ৮টি উপকমিটি কী কী কাজ করবে তা নির্ধারণ করে আলোচনা করা হয়েছে। ওয়েবসাইট নির্মাণ, লোগো তৈরি, প্রকাশনা, সাংস্কৃতিকসহ পৃথক পৃথক উপকমিটির কাজের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়।
তিনি বলেন, ওয়েবসাইটের কনটেন্ট কী হবে সেটা নিয়েও উপকমিটিগুলো কাজ করছে।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির এক সভা আজ (মঙ্গলবার) বিকেলে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়কমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, শিল্পমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমসহ কমিটির অনেকে উপস্থিত ছিলেন। মিটিংয়ের বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com