সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

সংযুক্ত আরব আমিরাতে ভারি বৃষ্টিপাত, স্থবির জনজীবন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ বার পঠিত

পৃথিবীর অন্যতম শুষ্ক আবহাওয়ার দেশ সংযুক্ত আরব আমিরাতে গত দুদিন ধরে চলছে টানা ভারি বৃষ্টিপাত। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীত মৌসুমে হওয়া বৃষ্টির কারণে দেশটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কমে গেছে।

দেশটির আবহাওয়া বিভাগের তথ্য বলছে, কোন কোন জায়গায় তাপমাত্রা নেমে গেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

এই অবস্থায় চরম বিপাকে পড়েছেন দেশটির ফুজিরা ও রাস আল খাইমা অঞ্চলের স্কুলগুলোর শিক্ষার্থীরা। তাদের অসুবিধার কথা বিবেচনা করে ২৬ ও ২৭ জানুয়ারি অনলাইনে ক্লাস নেয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ ছাড়াও বৈরি আবহাওয়ার কারণে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বাণিজ্য মেলা ‘দুবাই ফেস্টিভাল’ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে টানা বর্ষণে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাটে মানুষের চলাচল অনেকটাই কমে গেছে। অফিস-আদালতেও কমেছে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি।

বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। অসময়ের এই টানা বৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com