বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল কেন্দ্র থেকে রিপুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট।
এর আগে, বগুড়া সদর ৬ আসনের উপ-নির্বাচনে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আসনটিতে ভোট পড়েছে ২২.৩৪ শতাংশ। বগুড়া-৬ আসনে উপনির্বাচন এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন।
প্রসঙ্গত, বিএনপির দলীয় সিদ্ধান্তে গত বছরের ১১ ডিসেম্বর বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন পদত্যাগ করেন। ফলে আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে ১ ফেব্রুয়ারি ইভিএমে ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।