গাজীপুরের কালিয়াকৈরে আদালতের আদেশ অমান্য করে বহুতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ভূমিদস্যুত খাদেম আলীর বিরুদ্ধে।
সোমবার (০৬ জানুয়ারী) সকালে উপজেলার পূর্বচান্দরা এলাকায় এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দর এলাকায় খাদেম আলী নামে এক ভূমিদস্যু বিজ্ঞ আদালতের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক বহুতলা ভবন নির্মাণের কাজ করছেন।
এ ঘটনায় গত ২৫ তারিখে আককাছ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পারুল আক্তার বাদী হয়ে বিজ্ঞ গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় উভয় পক্ষের স্ব স্ব স্থানে থাকার জন্য নির্দেশ দেন আদালত। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্তি বজায় রাখার জন্য নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। আদালত ও থানা পুলিশকে অমান্য করে ভূমিদস্যু খাদেম আলী বহুতলা ভবনে নির্মাণে কাজ শুরু করে । এ ঘটনায় ফের সোমবার সকালে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজটি বন্ধ করে দেন। পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার কিছুক্ষণ পরেই ভূমিদস্যু খাদেম।আলী আদালত আদেশ পুনরায় অজ্ঞাত কারণে কাজটি চালু করেন।
বিবাদী ভূমিদস্যু খাদেম আলী জানান, আমার জমিতে আমি কাজ করছি। আদালতে আমাদেরও মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই ) শওকত হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে সকালে কাজটি বন্ধ করে দিয়েছি। আবার কিভাবে কাজ চালু হয়েছে বিষয়টি আমার জানা নেই।