রাজধানীর কামরাঙ্গীর চরে মুসলিমবাগ এলাকায় সুবর্ণা আক্তার (৬) নামের এক শিশু গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
কামরাঙ্গীর চর থানার সাব-ইন্সপেক্টর নুসরাত জাহান নূপুর জানান, গত সোমবার দুপুরে দগ্ধ অবস্থায় সুবর্ণাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
শিশুটির বাবা নুর ইসলাম মাতবর জানান, গত সোমবার সকাল ১১টার দিকে সুবর্ণার মা নার্গিস বেগম গ্যাসের চুলায় রান্না বসিয়ে চিংড়ি মাছ কিনতে বাইরে যান। চুলার পাশে রাখা ময়লার ঝুড়িতে ময়লা ফেলতে যায় সুবর্ণা। তখনই অসাবধানতাবশত তার জামায় আগুন ধরে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সুবর্ণার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার চর ভায়া গ্রাম। তার বাবা নুর ইসলাম পেশায় একজন নৌকাচালক। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।