উত্তরের জেলা নীলফামারীর অন্যতম উপজেলা ডিমলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশেন অব ডিমলা (ডুয়াড) এর ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রে (কারাস) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি হাবিব শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ রায় সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ছাড়াও সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ ও উপজেলার প্রাক্তন শিক্ষার্থী মিলে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াজেদ, সিয়াম, রঞ্জন কুমার রায় প্রমুখ। এছাড়াও, অতিথি হিসেবে ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব কাব্য আহমেদ।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা নবীনদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পড়ালেখার পাশাপাশি প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান তারা। এসময় প্রত্যেক বর্ষ থেকে একজন শিক্ষার্থী তাদের ব্যাচের পক্ষ থেকে অভিব্যক্তি প্রকাশ করেন।
ইফতার মাহফিল শেষে ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া ও ডুয়াড আয়োজিত ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।