‘সব পুইড়া শেষ আমার। সব শেষ, যা পাইতেছি নিয়ে বের হচ্ছি। শরীরে যত শক্তি আছে যা পাই নিয়ে বের হচ্ছি। ঈদের আগেই আমি পথে বসে গেলাম ভাই।’
রাজধানীর নিউমার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লতিফ মিয়া এভাবেই তার কষ্টের কথা জানান।
ঈদুল ফিতরকে কেন্দ্র করে আবারও জমে উঠেছিল কেনাকাটা। করোনার ধকল সামলে এ বছর ভালো বেচাকেনার আশা করছিলেন ব্যবসায়ীরা। তবে আগুনে সব শেষ হয়ে গেল।
শনিবার ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রি. জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে ফায়ার ফাইটাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ ৩০টি ইউনিট কাজ করেছে।