উত্তরা সংবাদ দাতা : মেট্রোরেল উত্তরা স্টেশনের নিচে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল রাত আনুমানিক ১০ টার সময় এ মর্মাম্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
স্টেশনের পাশে ৩ নং ব্রিজ রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজন জানান,দূত বেগে ছুটে আসা একটি ট্রাককে ওভারটেক করার সময় ট্রাক ড্রাইভার তাকে সাইট না দিয়ে চাপ দিলে মোটরসাইকেলটি ট্রাকের পিছনে চাকার নিচে চলে যায়। ট্রাকের চাকার নিচে পিষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহীর মাথা থেঁতলে গিয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন ৩ নাম্বার ব্রীজ এলাকায় রাস্তায় হঠাৎ বিকট শব্দের আওয়াজ শুনে আসপাশের লোকজন এসে দেখতে পায় ঘাতক ট্রাক ড্রাইভার গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে।
এমনটা দেখে তারা ৯৯৯ এ ফোন দেন এবং দৌড়ে গিয়ে ট্রাক ড্রাইভারকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন।
ঘাতক ট্রাকটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের জরুরি কাজে নিয়োজিত স্টিকার এবং বি আর টি প্রকল্পের কাজে নিয়োজিত স্টিকার ব্যাবহার করে রাস্তায় চলাচল করছে।