চলতি মৌসুমে জুভেন্টাসের দুঃখের যেন শেষ নেই। চলিতি মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট ১০ পয়েন্ট কেটে নেয়া হল। তাতেই লিগ টেবিলের শীর্ষ চারের দৌড় থেকে ছিটকে পড়ে জুভেন্টাস। ফলে ইউরোপা লিগে জায়গা পাওয়া যে সম্ভবনা ছিল। সেটা থেকে ছিটকে গেল তারা। শেষ ম্যাচে উদিনেসেকে হারিয়ে আশা জাগায় তারা। কিন্তু সে আশায় পানি ঢেলে দেয় রোমা।
রোববার সিরি’আতে শেষ রাউন্ডে উদিনেসের মাঠে ১-০ গোলে জিতেছে জুভেন্টাস। একমাত্র গোলটি করেন ফেদেরিকো চিয়েসা। একই সময়ে শুরু আরেক ম্যাচে রোমা ঘরের মাঠে স্পেৎসিয়ার সঙ্গে ১-১ ড্রয়ে থাকায় আশা বেঁচে ছিল জুভেন্টাসের। কিন্তু সেখানে শেষ দিকে পাওলো দিবালার সফল স্পট কিকে জয় পায় রোমা। সেই সঙ্গে তারা উঠে যায় ষষ্ঠ স্থানে। তাদের পয়েন্ট ৬৩।
পরের মৌসুমের ইউরোপা লিগে জায়গা করে নেওয়া আরেক দল আতালান্তা। ৬৪ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে তারা।
৬২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে লিগ শেষ করল জুভেন্টাস। ইউরোপের তৃতীয় সেরা টুর্নামেন্ট উয়েফা কনফারেন্স লিগে খেলবে তারা।
এই লিগে আগেই শিরোপা জিতেছে ৩৩ বছরের খরা কাটিয়ে আবারো চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি।