মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ ঘোষণা, নেই আর্জেন্টিনার কেউ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৯৩ বার পঠিত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে ট্রেবল জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। টুর্নামেন্ট শেষে এ প্রতিযোগিতার সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফা। যেখানে দাপট দেখা গেছে ম্যানসিটির ফুটবলারদের। ব্রাজিলের দুইজন ফুটবল সেরা একাদশে থাকলেও নেই কোনো আর্জেন্টাইন ফুটবলার।

চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশের ৭ জন ফুটবলারই জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটি থেকে। বাকি চারজনের দুইজন ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদ থেকে। ফাইনালে খেলা ইন্টার মিলান থেকে সেরা একাদশে সুযোগ পেয়েছেন আলেহান্দ্রো বাস্তোনি ও ফেদেরিকো দিমারকো।

এছাড়া সেমিফাইনাল থেকে বিদায় নেয়া রিয়াল মাদ্রিদ দল থেকে একাদশে আছেন কোর্তোয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশের রক্ষণভাগে ইন্টার মিলানের দুজনের সঙ্গে রয়েছেন ম্যানসিটির কাইল ওয়াকার ও রুবেন দিয়াজ।

মধ্যমাঠে সুযোগ পাওয়া তিন ফুটবলারের সকলেই ম্যানচেস্টার সিটির। যেখানে সুযোগ পেয়েছেন জন স্টোনস, কেভিন ডি ব্রুইন ও রদ্রি। আর ফরোয়ার্ডে ভিনিসিয়ুসের সঙ্গে অপর দুইজন আর্লিং হালান্ড ও বার্নার্দো সিলভা।

চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা একাদশ:

গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)

ডিফেন্ডার: কাইল ওয়াকার (ম্যান সিটি), রুবেন দিয়াস (ম্যান সিটি), আলেহান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো দিমারকো (ইন্টার মিলান)

মিডফিল্ডার: জন স্টোনস (ম্যান সিটি), কেভিন ডি ব্রুইন (ম্যান সিটি), রদ্রি (ম্যান সিটি)

ফরোয়ার্ড: বার্নাদো সিলভা (ম্যান সিটি), আর্লিং হল্যান্ড (ম্যান সিটি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com