পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা বাজেটে নিম্ন ও মধ্যবিত্তদের উন্নয়ন নিয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এবারের বাজেট নিয়ে আলোচনা ও সমালোচনা আছে। আমরা চেষ্টা করছি ত্রুটি-বিচ্যুতি সংশোধনের।
রোববার রাজধানীতে এক বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গুলশানের লেকশোর হোটেলে সিপিডি বাজেট ডায়ালগ-২০২৩ শীর্ষক সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সংস্থাটির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিদ্যুৎ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, একটু সমস্যা হয়েছে তার মানে কি আমাদের কোনো অবদান নেই। আমরা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, সুশাসন নয়। একটা গাছ লাগালে ফল হতে সময় লাগে। সুতরাং, সুশাসনের কথা বলে যারা দেশকে আবার লুটপাট করতে চায় তাদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। সাহস থাকলে হরতাল দিয়ে দেখেন জনগণ কার সঙ্গে আছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে মেগা প্রকল্প শুধু শেখ হাসিনার পক্ষেই নেয়া সম্ভব।