আধুনিক প্রযুক্তির যুগে রোবটের ব্যবহার ক্রমেই বেড়ে চলছে। এবার সেই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অর্কেস্ট্রার এক সংগীতানুষ্ঠানে ‘কন্ডাক্টর’ বা পরিচালকের দায়িত্ব পালণ করেছে একটি রোবট।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ‘এভার ৬’ নামের দুই হাতযুক্ত এই রোবট তৈরি করেছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি।
গত শুক্রবার ন্যাশনাল থিয়েটার অব কোরিয়ায় অর্কেস্ট্রার নির্দেশনা দেওয়ার মাধ্যমে ‘কন্ডাক্টর’ হিসেবে অভিষেক ঘটে রোবটটির। মানুষের মতো দেখতে রোবটটি দর্শককে অভিবাদন জানিয়ে নিজের পরিবেশনা শুরু করে।