২০২৩ বিশ্বকাপের বাছাই পর্ব শেষ হয়েছে। এ পর্বে সেরা একাদশ নির্ধারণ করেছে আইসিসি। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা ক্রিকেটারদের নিয়ে একাদশ বাছাই করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
একাদশে সর্বোচ্চ তিন জন করে খেলোয়াড় জায়গা পেয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ে থেকে। আর বাছাইপর্বের সেরা একাদশের দলনায়ক করা হয়েছে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে।
আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশ: পাথুম নিসাঙ্কা ( শ্রীলঙ্কা), বিক্রমজিৎ সিং (নেদারল্যান্ডস), ব্র্যেন্ডন ম্যাকমুলেন (স্কটল্যান্ড), শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), বাস ডি’লিড (নেদারল্যান্ডস), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটকিপার), ওয়ানিন্দু হাসরাঙ্গা (শ্রীলঙ্কা), ক্রিস সোল (স্কটল্যান্ড), রিচার্ড নাগারভা (জিম্বাবুয়ে)।