চলতি বছরের অক্টোবরে ভারতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আর এই টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের লড়াই। যে ম্যাচটি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
এরই মধ্যে ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তিত হতে পারে।
তাদের প্রতিবেদনে বলা হয়, ভারত ও পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তন করা হতে পারে। কারণ ১৫ অক্টোবর ‘নবরাত্রি’-এর প্রথম দিন, বিশেষ করে গুজরাটে রাতব্যাপী গরবা নৃত্যের সঙ্গে এই উৎসব পালন করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কারণে এই ম্যাচটির সূচি বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে বিসিসিআইকে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমাদের কাছে থাকা বিকল্পগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং শিগগিরই একটি সিদ্ধান্ত নেয়া হবে। নিরাপত্তা সংস্থাগুলো আমাদের বলেছে যে, ভারত ও পাকিস্তানের মতো একটি হাই-প্রোফাইল ম্যাচ, যার জন্য হাজার হাজার দর্শক আহমেদাবাদে পৌঁছানোর কথা। এরমধ্যে নবরাত্রি রয়েছে। যে কারণে সমস্যা হতে পারে। তাই এই বিষয়টি এড়ানো উচিত।’