ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, মোস্তাক আহমেদকে এস্টেট বিভাগে, কাজী আশরাফুল আজীমকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে, মোহা. মেহেদী হাসানকে প্রটেকশন বিভাগে, মোহাম্মদ আশরাফ ইমামকে পিওএম পশ্চিম বিভাগে, মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুনকে সচিবালয়ের নিরাপত্তা বিভাগে, আশরাফুল ইসলামকে ডিবি তেজগাঁও বিভাগে এবং তারেক আহ্মেদকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে (উত্তর) পদায়ন করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।