কুষ্টিয়ায় ডেঙ্গুতে আছিয়া খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আছিয়া খাতুন কুষ্টিয়ার সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন এলাকার লাল চাঁদ আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার।
তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ওই নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে ওই নারী ডেঙ্গু জ্বরের পাশাপাশি আরো কয়েকটি রোগে ভুগছিলেন।
এদিকে হাসপাতালের দেওয়া তথ্য মতে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন রোগী।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মশা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।