রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ভারত-পাকিস্তানের বাইশ গজের লড়াই। শুধুমাত্র আইসিসি ও এসিসির ইভেন্ট ব্যতীত চিরপ্রতিদ্বন্দ্বি এ দুই দলের লড়াই চোখে পড়ে না। আর এজন্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোকে পাখির চোখ করে রাখেন ক্রিকেটপ্রেমীরা।
চলতি বছরে চারবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তার মধ্যে আগামী অক্টোবরে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে দেখা হবে এ দু’দলে। তবে তার আগেই এশিয়া কাপে ক্রিকেটীয় যুদ্ধে নামবেন বাবর-রোহিতরা।
শনিবার ক্যান্ডির পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। এ ম্যাচকে ঘিরে সামাজিক মাধ্যমে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। এ তালিকায় পিছিয়ে নেয় সাবেক ক্রিকেটাররাও।
এরই মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নানা মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটাররা। এবার বিশ্ব ক্রিকেটের হাইভোল্টেজ এই ম্যাচ নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।
মুরালিধরন বলেন, ‘দেখুন ক্রিকেটে আগে থেকে কোনো প্রেডিকশন চলে না। নির্দিষ্ট দিনে যে টিম ভাল খেলবে, তারাই জিতবে। দুটো টিমই বেশ ভাল।’
লংকান স্পিন কিংবদন্তি বলেন, ‘একটা কথা বলতে পারি, ভারত পাকিস্তানের থেকে অনেক বেশি ধারাবাহিক। তুলনায় পাকিস্তান কিছুটা আনপ্রেডিক্টেবল। কোনদিন কী করবে, সেটা বোঝা মুশকিল। দেখবেন একদিন এত ভাল খেলল যে, ওদের আটকানো মুশকিল। আবার আর একদিন সেভাবে খেলতেই পারল না। সেই দিক দিয়ে বিচার করলে বলব, ভারত কিছুটা হলেও এগিয়ে থাকবে।’
‘কিন্তু আবারও বলছি ম্যাচের দিন কে কীরকম করল, সেটাই আসল। তাছাড়া ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রেশারটাও একটা ব্যাপার। সেটা যারা যত ভালভাবে সামলাতে পারবে, তাদের অনেকটা সুবিধা হবে।’ যোগ করেন মুরালিধরন।