আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। তার আগমুহূর্তে নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে টাইগারদের নেতৃত্ব দিবেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
এ সিরিজে বিশ্রাম পেয়েছেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে দলের মূল ক্রিকেটাররা না থাকলেও ব্যালেন্সড দল নিয়েই মাঠে নামতে চায় টাইগাররা। শুধু ক্রিকেটারই নয়, দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরিবর্তে এ সিরিজে কোচের ভূমিকায় দেখা যাবে তার সহকারী নিক পোথাসকে।
নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। স্বাভাবিকভাবেই কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে লিটনকে।
এশিয়া কাপের ভারত ম্যাচে সুযোগ পাওয়া বিজয় খেলতে পারেন তিন নম্বর পজিশনে। চারে খেলার সম্ভাবনা রয়েছে তাওহীদ হৃদয়ের। পাঁচে নামতে পারেন রিয়াদ। পুরো ম্যাচ জুড়ে আলাদা নজর থাকবে এই ক্রিকেটারের ওপর।
রিয়াদের মতো আলাদা নজরে থাকবেন ছয়ে নামার সম্ভাবনা থাকা সৌম্য সরকারও। সাতে শেখ মাহেদী হাসান, আটে খেলবেন নাসুম আহমেদ, নয়ে রিশাদ হোসেন। দুই পেসার হিসেবে একাদশে থাকতে পারেন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।