বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

রূপপুর পারমানবিক কেন্দ্রসহ চলমান মেগা প্রকল্পগুলো পরিদর্শনের সিদ্ধান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ২৩১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ:সংসদীয় কমিটি রূপপুর পারমানবিক কেন্দ্রসহ চলমান মেগা প্রকল্পগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে । কমিটির সদস্যরা সুবিধা মতো সময়ে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের বিভিন্ন জায়গায় কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্রগুলো পরিদর্শন করবেন।

বুধবার (৩ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি লাঘবে অনিয়মে জড়িত সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মনিটরিং সেল গঠনের সুপারিশ করা হয়। বৈঠকে পিডিবি ও আরইবির সিস্টেম লস আরও কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়।

মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে কমিটির সদস্য মো. আবু জাহির, এস. এম জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং বেগম নার্গিস রহমান এমপি বৈঠকে অংশ নেন।

বৈঠকে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com