মসজিদের গাছে ধরা একটি আম নিলামে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিদের উপস্থিতে মসজিদের আঙিনায় গাছে ধরা প্রায় ৩০০ গ্রাম ওজনের ওই আমটি নিলামে বিক্রি করা হয়। আমটি পাঁচ হাজার টাকায় নিলামে কেনেন ধরমন্ডল ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আলাই মিয়ার ছেলে লিলু মিয়া। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধরমন্ডল ইউনিয়নে।
লিলু মিয়া জানান, আমটি মসজিদের গাছে ধরেছে। আমটিকে দাম হিসেব করলে হয়তো খুব বেশি হবে না। কিন্তু টাকা মসজিদের কাজে লাগবে তাই কেনা হয়েছে।
মসজিদে মুসল্লি মুফতি ফখরুল ইসলাম জানান, এর আগেও এই মসজিদে চারটি আম দুই হাজার টাকায় বিক্রি হয়েছিল। এবার আম ছিল একটি। এছাড়াও মানুষ অনেক কিছুই মসজিদে দান করে যা নিলামে বিক্রি করা হয়।
মসজিদের ইমাম মাওলানা আবু তাহের জানান, মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবেই নিলামে অংশ নিয়ে আমটি ক্রয় করেন। শুক্রবার জুমার নামাজের পর উন্মুক্ত নিলামে আমটি পাঁচ হাজার টাকা বিক্রি হয়। এ টাকা মসজিদের কাজে ব্যয় করা হবে।