আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে দু’জনের মৃত্যু হয়েছে। দু’দিন ধরে চলা ভারী বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
যেসব স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে লোকজনকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃষ্টিপাত কমে গেলেও আরও ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।
দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, শুক্রবার কিউসুর দ্বীপের বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার মি.মি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। যা সাধারণ মাত্রার চেয়ে দ্বিগুণ। কাগোসিমা শহরের প্রায় ছয় লাখ বাসিন্দা শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন।