বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চাই – আমিনুল হক আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সিদ্ধান্ত নেবে সরকার: রিজভী শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার অক্টোবরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স প্রবাহ ১১.১ শতাংশ প্রবৃদ্ধি জানুয়ারিতেই জাতীয় নির্বাচন চায় গণঅধিকার পরিষদ আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব : ইসি সচিব

রোনালদোর ম্যাজিকে আল নাসরের বড় জয়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ বার পঠিত

বয়স হয়ে গেছে ৩৮ বছর। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মাঠের পারফরম্যান্সে বয়সের সেই ছাপ কোথায়! পর্তুগিজ ফরোয়ার্ডের গোলের ঘোড়া ছুটছেই। গতকাল রাতে সৌদি আরবের কিং কাপে আল শাবাবের বিপক্ষে আল নাসরের ৫-২ ব্যবধানের জয়ে একটি গোল করেছেন রোনালদো। এ বছর সব মিলিয়ে এটি তাঁর ৫০তম গোল। রোনালদো ছাড়াও নাসরের হয়ে গোল করেছেন সেকো ফোফানা, সাদিও মানে, আব্দুলরাহমান ঘারিব ও মোহাম্মদ মারান।

বয়সটা ৩৮। যে বয়সে অন্যরা বুট জোড়া তুলে রাখেন, সে বয়সেও প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছেন রোনালদো। দীর্ঘ দুই দশক ইউরোপের ফুটবল মাতিয়ে এবার তিনি দ্যুতি ছড়াচ্ছেন এশিয়ার ফুটবলে। অবশ্য জাতীয় দলেও সমান তালে চলছে তার দাপট।

সোমবার আল শাবারের বিপক্ষে করা তার গোলটিও ছিল চোখ ধাঁধানো। ম্যাচের ৭৪তম মিনিটে বাঁ প্রান্তে আক্রমণে উঠে ওতাভিওকে পাস দিয়ে রোনালদো দ্রুত ঢুকে পড়েন ডি-বক্সে। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ওতাভিও বল পাস দেন সিআরসেভেনকে। বল দখলে নিয়ে জোরালো শটে পর্তুগিজ তারকা আল শাবাবের জাল কাঁপান। তাতে তিনি চলতি বছর ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করে নেন। এর মধ্যে ৪০ গোল আল নাসরের হয়ে আর বাকি ১০ গোল পর্তুগালের জার্সিতে।

রোনালদো যতক্ষণে জালের দেখা পেয়েছেন ততক্ষণে চুর্ণ-বিচুর্ণ আল শাবাব। কিংস কাপ অব চ্যাম্পিয়ন্সে তারা পিছিয়ে পড়ে ৪-১ ব্যবধানে। আল নাসরকে ম্যাচের ১৭ মিনিটে প্রথম লিড এনে দেন সেকো ফোফানা।

তার সাত মিনিট পর অবশ্য কার্লোসের গোলে সমতায় ফিরেছিল শাবাব। তবে তাদেরকে বেশিক্ষণে স্বস্তিতে থাকতে দেননি সাদিও মানে। ২৮তম মিনিটে ওতাভিওর পাস দখলে নিয়ে তিনি আবার নাসরকে লিডে ফেরান। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রোজোভিসের পাস থেকে ব্যবধান ৩-১ করেন ঘারিব। এরপর তো পর্তুগিজ তারকা দারুণ গোলে ব্যবধান আরও বাড়িয়ে দলের জয় একপ্রকার নিশ্চিত করে নেন।

৯০ মিনিটে ব্যবধান কমান শাবাবের মিডফিল্ডার হাত্তান বাহেবরি। যোগ করা সময়ে শাবাবের জাল কাঁপিয়ে নাসরের জয়ের ব্যবধানটা ৫-২ করেন সৌদি আরবের ২২ বছর বয়সী ফরোয়ার্ডার মারান।

বড় জয়ে কিংস কাপের সেমিফাইনালে পা রাখে রোনালদোরা। তাতে ১৯৯০ সালের পর আবারও আসরটিতে শিরোপা জয়ের স্বপ্নও টিকে রইলো আল নাসরের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com