আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: নতুন ফোন কেনার শখ ছিল তার। এজন্য অনলাইনে দু’টি ফোন অর্ডার করেছিলেন তিনি। কিন্তু ফোন ডেলিভারি হতেই বাক্স খুলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। বাক্সের মধ্যে ফোনের বদলে পাওয়া গেল মার্বেল পাথরের টুকরো।
এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের নতুন পল্লী এলাকায়। এই পল্লীর অম্লান গ্রহ নামের এক যুবক অনলাইনে ফোনের অর্ডার করেছিলেন। বেশ নামি কোম্পানির ফোন অর্ডার করেন অম্লান। ২৮ জুন দুটি মোবাইল অর্ডার করেন তিনি। পেশায় সিমেন্ট কোম্পানির ম্যানেজার অম্লান জানিয়েছেন, গত ৩ জুন ফোন দুটির ডেলিভারি হয়।
কিন্তু পার্সেল প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় অম্লান গ্রহের। একটি ফোনের প্যাকেট খুলে তিনি দেখেন, সেখানে মোবাইলের অস্তিত্ব নেই। নেই চার্জার কিংবা হেডফোনও।
মোবাইলের জায়গায় বাক্সের মধ্যে পাওয়া যায় একটি মার্বেল পাথরের টুকরো। পরে সংশ্লিষ্ট ই-কমার্স সংস্থায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। জিনিউজ।