বরগুনায় কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে বেশি দামে বিক্রি করার অভিযোগে আড়ৎ মালিকদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে বরগুনা শহরের বিভিন্ন আড়তে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ধানের দর সামঞ্জস্য থাকলেও ছিল না তাদের লাইসেন্স ও প্রকাশ্যে টাঙানো ছিল না মূল্য তালিকা। ফলে কৃষি বিপণন আইনে দুটি ধান ও চালের আড়তে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আদালতের বিচারককে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আলী আজগর সবুজ।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, আড়ৎ মালিকদের ধান-চাল ও অন্যান্য দ্রব্যাদি বিক্রির লক্ষ্যে সঠিকভাবে আইন মেনে চলার পরামর্শ দেন।