লিগ টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ওয়েস্টহাম ইউনাইটেডের লড়াইটা জমাট। সেই লড়াইয়ে আপাতত এগিয়ে গেছে রেড ডেভিলসরা। দুই তরুণ ফুটবলারের গোলে প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে এরিক টেন হাগের দল।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে এগিয়ে নেন হয়লুন্দে। নিজের জন্মদিনে গোলের দেখা পান তিনি। ম্যাচের ২৩তম মিনিটে কাসেমিরোর বাড়ানো বল ওয়েস্ট হামের ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে নিয়ন্ত্রণে নিয়ে জালে বল পাঠান এই ডেনিশ ফরোয়ার্ড।
হয়লুন্দের পর ইউনাইটেডের হয়ে বাকি দুইটি গোল করেন আর্জেন্টাইন ফুটবলার আলেজান্দ্রো গার্নাচো। ম্যাচের ৪৯তম দলের ব্যবধান দ্বিগুণ এবং ৮৪তম নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন।
এই জয়ে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে রয়েছে ইউনাইটেড, যেখানে ৩৬ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান ওয়েস্ট হ্যামের।
এদিকে সমান ২৩ ম্যাচে ১৫ জয়ে ৫২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৭। ২১ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ম্যানচেস্টার সিটি।