সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

শাহ কবির মাজার প্রাঙ্গনে শতাধিক রূগি পেলো বিনামূল্যে চিকিৎসা সেবা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৬ বার পঠিত

উত্তরা সংবাদ দাতা : উত্তরখান হযরত শাহ কবির (রহঃ) মাজার এলাকার প্রায় দুই শত গরীব অসহায় দুস্থ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।প্রমি গ্রুপের সার্বিক সহযোগিতায় আশেকান ফাউন্ডেশন উদ্যোগে এলাকার হতদরিদ্র পরিবারের নিরীহ অসহায় বৃদ্ধ নারী পুরুষ ও শিশুদেরকে স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

পাশাপাশি মেডিসিন বিশেষজ্ঞ দ্বারা অসুস্থ শতাধিক নারী পুরুষ ও শিশু বাচ্চাকে চিকিৎসা শেষে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এ সময় হযরত শাহ কবির (রহ.) আশেকান ফান্ডিশনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক বিএম আলমগীর উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হযরত শাহ কবির( রহ.) মাজার ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটির সদস্য সচিব মেহেদী হাসান তনয়। এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসা রুগীরা সেবা পেয়ে অনেক খুশি হয়েছে বলে জানান। তবে তারা দাবি করে বলেন উত্তরখান এলাকায় অনেক ধনাঢ্য ব্যবসায়ী রয়েছে, তারা যদি আশেকান ফাউন্ডেশনের এমন উদ্যোগে এগিয়ে আসেন এলাকার গরীব অসহায় জনগণ আরো বেশি উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com