বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে ছোট পর্দার নবীণ অভিনেত্রী সাদিয়া আয়মান দর্শকদের কাছে এক ভীষন প্রিয় মুখ। মিষ্টি হাসি এবং চঞ্চলতায় ভরা এই অভিনেত্রী প্রথমবারের মত অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায়। যেটি এই ঈদেই মুক্তি পেতে যাচ্ছে।
এ যাবৎ সাদিয়া কাজ করেছেন বহু নাটকে। তবে, এবার জীবনের প্রথম ছবি মুক্তি পেতে যাওয়ায় বিশেষভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
ছবিটিতে নিজের কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে এ শিল্পী জানান, একেবারে আনকোরা শিল্পী হিসেবেই তিনি এসেছিলেন। ছবির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের কাছে অডিশন দিয়েছিলেন এবং স্ক্রিপ্ট এর সংলাপ পড়ে শুনিয়েছিলেন। এরপর আবারো দেন লুক টেস্ট। শেষ পর্যন্ত যখন টিকে যান, তখন তার কাছে ব্যাপারটি স্বপ্নের মত মনে হয়েছিল।
গান ও প্রেমের এ ছবিটি দর্শকদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন সাদিয়া আয়মান।