নিজস্ব প্রতিবেদক: আগামী উপজেলা নির্বাচনে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ থাকতে পারবেনা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের রংপুর বিভাগের নেতাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচন কতোটা প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক এবং অবাধ সুষ্ঠু হয় তা দেখতে চাই। উপজেলা নির্বাচনে। নির্বাচন সম্পূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু হবে।’
এসময় বিএনপির ‘ভারতীয় পণ্য বর্জন’ বিষয়ে ওবায়দুল কাদের মন্তব্য করেন, ‘ভারত নির্বাচন নিয়ে অশুভ খেলার বিপক্ষে ছিলো। তারা আমাদের পাশে ছিলো। এজন্য ভারতীয় পণ্য বর্জনের কথা বলে বিএনপি। সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধীতায় নেমেছে। বিএনপির কিছু করার ক্ষমতা নেই। বিএনপির মিথ্যার রাজনীতি টিকবেনা। জনগণ প্রত্যাখ্যান করেছে।’
এসময় দলকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখার ওপর জোর দিতে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে। চ্যালেঞ্জিং একটি সময় আমরা অতিক্রম করছি। নিয়মতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করতে হবে, পছন্দের লোক দিয়ে কমিটি বানানো যাবেনা।’