মাসুদ পারভেজ : বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি-র হাত থেকে সিআইপি কার্ড গ্রহণ করেছেন প্রমি এগ্রো ফুডস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান খান।
জানা যায়, উত্তরখানের কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা সফল ব্যবসায়ী হিসেবে এ নিয়ে টানা ছয়বার সিআইপি পদক পেয়েছেন।
আজ ০৯ মে ২০২৪ বিকাল ৩ ঘটিকায় ওয়াটার গার্ডেন,রেডিসন ব্লু হোটেল ঢাকা (রপ্তানি ও ট্রেড)-২০২২ সিআইপি কার্ড গ্রহণ করেন তিনি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো বানিজ্য মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ফেডারেল অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি জনাব মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সিআইপি (রপ্তানি ও ট্রেড)২০২২ কার্ড সহ এ নিয়ে একাধারে টানা ষষ্ঠবারের মতো সিআইপি সম্মাননা পদক পেলেন প্রমি এগ্রো ফুডস লিমিটেড। জানা যায়, উত্তরখান মৈয়নারটেকে অবস্থিত প্রতিষ্ঠিত এ কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান খান।
বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক প্রকাশিত গেজেট ২৬.০০.০০০০.১০৩.৪৮.০১৩.২২.৫৭স্মারকে ২ এপ্রিল দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রেক্ষিতে সরকার সিআই পি (রপ্তানি) নীতিমালা -২০১৩ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ১৪০ জনকে ২০২২ সালের জন্য বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি সিআই পি (রপ্তানি) হিসেবে নির্বাচন করেন।
এর আগে গত বছর তিনি মাঝারি শিল্প উৎপাদনে সিআইপি ( শিল্প) ২০২১ সম্মাননা পদক ও পেয়েছেন।
এছাড়াও এনামুল হাসান খান বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত ২৭ জুন ২০২১ ইং তারিখ রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ গ্রহণ করেন।
জানা যায়, বাংলাদেশের রপ্তানি বানিজ্যে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরুপ জাতীয় রপ্তানি গোল্ড ট্রফি ও অর্জন করেন প্রমি গ্রুপের চেয়ারম্যান।
সুত্রে আরো জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১৬ই সেপ্টেম্বর প্রমি এগ্রো ফুডস লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এনামূল হাসান খানের হাতে ২০১৫-১৬ অর্থ বছরের জাতীয় রপ্তানি গোল্ড ট্রফি (স্বর্ণপদক) তুলে দেন।
এছাড়াও গত ২০১৩-১৪ অর্থ বছরে ঢাকা জেলায়” উৎপাদন “খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী শ্রেষ্ঠ করদাতা প্রতিষ্ঠান নির্বাচিত হন প্রমি এগ্রো ফুডস লিঃ। আজ দুপুর ২:৩০ ঘটিকায় ওয়াটার গার্ডেন, রেডিসন ব্লু হোটেল ঢাকায় প্রথমে রেজিষ্ট্রেশনের মধ্য দিয়ে অতিথিবৃন্দ নিজ নিজ আসন গ্রহণ করেন। এ সময় প্রধাণ অতিথি আসন গ্রহণের পর পরই পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুধু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরো-র ভাইস-চেয়ারম্যান এ. এইচ.এম.আহসান। স্বাগত বক্তব্য শেষে নির্বাচিত সিআইপিদের মধ্য থেকে দুই জন নিজ নিজ অনুভূতি প্রকাশ করেন। নির্বাচিত সিআইপিগণের অনুভূতি শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সমাপনী ভাষণ দেন।ভাষণ শেষে তিনি একে একে সিআইপিদের মাঝে সিআইপি (রপ্তানি ও ট্রেড)-২০২২ কার্ড তুলে দেন।এ সময় অনুষ্ঠান শেষে বিকাল ৪:৩০ মিনিটে অতিথিদের আপ্যায়ন করা হয়।