নিজস্ব প্রতিবেদকঃ প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে কয়রা, খুলনার নিকট অবস্থান করছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝড়িয়ে কয়েক ঘণ্টার মধ্যে কিছুটা দূর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে সোমবার (২৭ মে) ভোর থেকে ঝরছে বৃষ্টি, সঙ্গে বইছে দমকা বাতাস।
বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। ভোর থেকে বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন অনেকে। অস্বস্তিতে রয়েছেন রিকশাচালকরা। অফিসগামীরাও পড়ছেন ভোগান্তিতে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরিধান করে বের হয়েছেন। অন্যদিকে রাস্তায় গণপরিবহনের সংখ্যাও কম।
ওয়ারলেস মোড়ের রিকশাচালক তুহিন বলেন, বৃষ্টি ভোর থেকে শুরু হওয়ায় রিকশা বের করতে পারেননি। মাঝখানে একটু থামছিল, পরে আবার শুরু হইছে। রাস্তায় যাত্রীও কম।
মৌচাক মার্কেটের ব্যবসায়ী সেলিম বলেন, বৃষ্টি হওয়ায় ভ্যাপসা গরম কমেছে। তবে এক টানা ঝিরঝির বৃষ্টি হলে ভোগান্তি শুরু হয়। চলতে ফিরতে সমস্যা।