মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বলিউড সিরিজে আরিফিন শুভ

  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩ বার পঠিত

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এবার সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন। কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়ক আরিফিন শুভকে। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। শুধু তাই নয়, বলিউডের এই সিরিজটিতে আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধবেন সৌরসেনী মৈত্র। গুঞ্জন চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গেছে। দুই অভিনয় শিল্পীর সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি শেষ। সব ঠিক থাকলে শীঘ্রই শূটিং শুরু হবে বলে জানা গেছে।

প্রতিবেদনটি নিয়ে সৌমিকের ভাষ্য, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। প্রায় একই রকম ভাষ্য সৌরসেনী মৈত্রের। প্রতিবেদনে বলা হয়েছে, কাহিনীকার-চিত্রনাট্যকার-পরিচালকের পাশাপাশি গীতিকারও সৌমিক। জানা গেছে, নতুন এই সিরিজের চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গেছে। দুই অভিনেতার সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি শেষ। সব ঠিক থাকলে শীঘ্রই শুটিং শুরু হবে। সিরিজটির প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়।

নায়ক আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্রের বরাতে জানা গেছে, শুভ এতে চূড়ান্ত হয়েছেন। অ্যামাজন প্রাইমে ২০২৩ সালে দারুণ সাড়া ফেলে সৌমিক সেনের ‘জুবিলি’ সিরিজ। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, অপারশক্তি খুরানা কাজ করেছিলেন। ওয়েব মহলে সিরিজটি সাড়া ফেলতেই সৌমিকের পরের কাজ নিয়ে স্বাভাবিকভাবেই দর্শক কৌতূহলী। সৌমিক এর আগেও একাধিক সিনেমা পরিচালনা করেছেন। উল্লেখযোগ্য কাজ ‘গুলাব গ্যাং’ এবং ‘মহালয়া’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com