মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

পতনের দিনে ব্যাংকের চমক

  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৯ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে গতকাল বুধবার অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। দাম বাড়ার চেয়ে প্রায় তিনগুণ প্রতিষ্ঠানের দাম কমেছে। এরপরও মূল্যসূচকের খুব বড় পতন হয়নি। ব্যাংক খাতের চমকে সূচককের বড় পতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার। গতকাল পাঁচটি ব্যাংকের শেয়ারের দাম কমার বিপরীতে দাম বেড়েছে ২২টি ব্যাংকের। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমেছে ২৬ পয়েন্ট।

এমন পতনের বাজারে বিপরীত চিত্র ছিল ব্যাংক খাতের। দাম কমার বদলে গত সপ্তাহজুড়ে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৪টি স্থান দখল করেছে ব্যাংক কোম্পানি। এর মধ্যে প্রথম দুটি স্থানে রয়েছে ব্যাংক। দাম বাড়ার ক্ষেত্রে সব থেকে বড় দাপট দেখিয়েছে মিডল্যান্ড ব্যাংক।

২০২৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির শেয়ার গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশের কাছে আগ্রহের শীর্ষ চলে আসে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ১৬৬ কোটি টাকার বেশি।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৩২টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ৩৫৭টির। আর ৫টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় ১১ গুণ বেশি প্রতিষ্ঠান রয়েছে।

এমন দরপতনের বাজারে গত সপ্তাহজুড়ে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দাম বেড়েছে ১২ দশমিক শূন্য ৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মেলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৬৬ কোটি ৩১ লাখ ৪১ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৪ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২১ টাকা ৫০ পয়সা।

শেয়ার দামে এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২২ সালেও কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এছাড়া ২০২১ সালেও ব্যাংকটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এদিকে সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৭৭ পয়সা মুনাফা হয়।

২০২৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিাটির পরিশোধিত মূলধন ৬৩৯ কোটি ৬৭ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩টি। এর মধ্যে ৭৬ দশমিক ৬০ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ১৩ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ২৭ শতাংশ শেয়ার আছে।

মিডল্যান্ড ব্যাংকের পরেই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল ন্যাশনাল ব্যাংক। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। ৮ দশমিক ৩১ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইসলামী ব্যাংকের ৭ দশমিক ৭৭ শতাংশ, দুলামিয়া কটনের ৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ দশমিক ৩৩ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রী’র ৪ দশমিক ৩১ শতাংশ, কে অ্যান্ড কিউ’র ৩ দশমিক ৫৯ শতংশ এবং জিকিউ বলপেনের ৩ দশমিক ৪৬ শতাংশ দাম বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com