রোমানা (উত্তরা)ঃ রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্র হত্যা মামলার আসামি রানাভোলা এলাকার আহমেদ আলীর ছেলে মো. মতি (৫০) কে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর সুইস গেট কাঁচাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সরেজমিনে দেখা যায়, মতি মিয়াকে গ্রেফতার করে থানায় নেওয়ার পর আসামি মতির ছোট ভাইসহ আত্মীয়-স্বজন থানার সামনে তাকে ছেড়ে দেওয়ার জন্য বিক্ষোভ করেন। এতে থানা এলাকার পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে উঠে।
পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক মতির এক আত্মীয় বলেন,মতি কোন ধরনের রাজনীতির সাথে জড়িত ছিল না।
জানা যায়, মতি সুইসগেইট কাঁচাবাজার দোকান মালিক সমিতির সভাপতি।
এ বিষয় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে আদালতে মামলা করেছেন। আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। মতি ওই হত্যা মামলার ১৩ নম্বর আসামি।