রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

পাকিস্তানজুড়ে ইমরান খানের দল পিটিআইয়ের বিক্ষোভ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তানব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। স্থানীয় সময় শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পর বড় শহরগুলোতে নির্ধারিত স্থানে এই বিক্ষোভ শুরু হয়। সংবিধান সংশোধন এবং দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের কারাদণ্ডের বিরুদ্ধে এই বিক্ষোভ পিটিআইয়ের।

পিটিআই পাঞ্জাবের ভারপ্রাপ্ত সভাপতি হাম্মাদ আজহার সব দলের নেতা-কর্মী ও সমাজের সব অংশের মানুষদের প্রতিবাদের জন্য বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তবে পিটিআই বিক্ষোভের জন্য অনড় অবস্থানে থাকায় পাঞ্জাব সরকার প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। আগামী দুই দিন এই আদেশ জারি থাকবে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও হুমকির ধারণার কারণে সব ধরনের বিক্ষোভ, মিছিল এবং এই জাতীয় অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

তাছাড়া আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে পাঞ্জাব সরকার প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে।

এদিকে পিটিআই লাহোরের সভাপতি শেখ ইমতিয়াজ মাহমুদ ঘোষণা করেছেন, শুক্রবার দুপুর ২টায় লিবার্টিতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে পিটিআইকে একটি সন্ত্রাসী দল বলার জন্য পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা মালিক আহমেদ খান ভাচার মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নিন্দা করেছেন।
সূত্র: ডন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com