সিটিজেন প্রতিবেদকঃপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কোনো গণমাধ্যম বন্ধ হবে না। অন্তর্বর্তী সরকার চায়, বাংলাদেশের সাংবাদিকতা প্রাতিষ্ঠানিক রূপ নিক।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফ্যাসিবাদের বয়ান বনাম গণমানুষের গণমাধ্যম বিষয়ক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, গোয়েন্দা সংস্থার যাতে গণমাধ্যমকে চাপ সৃষ্টি না করে সেটি নিশ্চিত করা হয়েছে। সরকার চায় বাংলাদেশের সাংবাদিকতা প্রাতিষ্ঠানিক রূপ নিক। যাতে মানুষ আবার তার কণ্ঠস্বর ফিরে পায়। আবারও যাতে ফ্যাসিবাদ কায়েম না হয় সেজন্য সবাইকে গণতন্ত্র সচেতন থাকতে হবে। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সময় সাংবাদিকতা সহায়ক ছিল বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর বলেন, সব গণমাধ্যম শুধুমাত্র সরকার ও রাষ্ট্রের দাসত্ব করেছে বিষয়টি সত্য নয়। সরকারের বিরুদ্ধে জনগণের অভিযোগগুলোর বেশিরভাগই তারা গণমাধ্যম থেকে জেনেছে। স্রোতের বিপরীতে সেইসব গণমাধ্যমগুলো ঝুঁকি নিয়ে কাজ করেছেন।