ক্রীড়া ডেস্কঃ সবশেষ খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট। তবে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন কেন উইলিয়ামসন। চোট থেকে ফিরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। অল্পের জন্য ইংলিশদের বিপক্ষে টানা দ্বিতীয় শতক হাতছাড়া করলেন সাবেক এই কিউই অধিনায়ক। ১৯৭ বলে ৯৩ রানের ইনিংস খেলে ফিরেছেন সাজঘরে। তার দাপুটে ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৯ রান তুলেছে স্বাগতিকরা।
দলীয় ৪ রানেই ডেভন কনওয়েকে ফেরান গাস অ্যাটকিনসন। এরপর একপ্রান্তে উইকেট আগলে রেখে দলের হাল ধরেন উইলিয়ামসন। শুরুটা করেছিলেন ধীরে। ১৪ বল খেলে তিনি প্রথম রানের দেখা পান।
প্রথম বাউন্ডারি হাঁকান ৪৭তম বলে। ৯০ বলে তুলে নেন ফিফটি। ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরিটা যখন হাতের নাগালে, ঠিক তখনই গাস অ্যাটকিনসনের একটু লাফিয়ে ওঠা বলটি তার ব্যাট ছুঁয়ে চলে যায় জ্যাক ক্রলির হাতে। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেকে সাজঘরে ফেরেন তিনি।