বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ফ্লাইট ছাড়ার আগে হজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এইচএমআইএস) এবং সৌদি হজ সিস্টেমে হজযাত্রীদের বাড়ির তথ্য আপডেট বাধ্যতামূলক করেছে ধর্ম মন্ত্রণালয়।
শুক্রবার (১৯ জুলাই) মদিনায় নিযুক্ত মৌসুমি হজ অফিসার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ঢাকা বা চট্টগ্রাম থেকে সরাসরি মদিনায় আসা ফ্লাইটে হাজিদের ডাটা অন্তত ২৪ ঘণ্টা আগে হজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও সৌদি হজ সিস্টেমের প্রি-অ্যারাইভাল অপশনে বাড়ির তথ্য আপডেট করতে হবে। কারণ, হজযাত্রীদের বাড়ির তথ্য সিস্টেমের মধ্যে না থাকলে এয়ারপোর্ট থেকে তাদেরকে গন্তব্যে এবং লাগেজ সুনির্দিষ্ট হোটেলে পৌঁছাতে নানা সমস্যায় পড়তে হয়। এমতাবস্থায় ওই সিস্টেমে বাড়ির তথ্য ফ্লাইট ছাড়ার ২৪ ঘণ্টা আগে আপডেট করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় বাড়ির আপডেট তথ্যের কারণে হাজিদের এবং তাদের মালামাল যথাযথভাবে হোটেলে পৌঁছানোর ক্ষেত্রে অব্যবস্থাপনা হলে সংশ্লিষ্ট এজেন্সি বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।