ক্রীড়া ডেস্কঃ তাসকিন আহমেদের বিপিএলের ইতিহাস সেরা বোলিংয়ের পর এনামুল হক বিজয় ও রায়ার্ন বার্লের ঝোড়ো ব্যাটিংয়ে গত ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছিল দুর্বার রাজশাহী। টানা দ্বিতীয় জয়ের খোঁজে শুক্রবার (৩ জানুয়ারি) চিটাগাংয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে তারা। অন্যদিকে খুলটা টাইগার্সের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা চিটাগাং কিংস আছে প্রথম জয়ের সন্ধানে।
এবারের আসরে ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পেয়েছে দুর্বার রাজশাহী। এক দশক পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফেরা চিটাগং কিংস হেরেছে প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ছিল খুলনা টাইগার্স।
দুর্বার রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক বিজয় (অধিনায়ক), আকবর আলী, রায়ান বার্ল, সাব্বির হোসেন, ইয়াসির আলী রাব্বি, সোহাগ গাজী, তাসকিন আহমেদ, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম।
চিটাগং কিংস একাদশ: পারভেজ হোসেন ইমন, উসমান খান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হায়দার আলী, গ্রাহাম ক্লার্ক, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ ওয়াসিম, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, খালেদ আহমেদ, আরাফাত সানি।