মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ের ১ নম্বর গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু ২০২৬ সালের মধ্যে ৫টি ইকনোমিক জোনের কাজ করবে বেজা: নির্বাহী চেয়ারম্যান বিএনপি ধনী গরীবের ভারসাম্য রক্ষা করতে চায়: আমিনুল হক নেপালে ৭.১ মাত্রার ভূমিকম্প, কাঁপলো আরও ৪ দেশ গরীবের অধিকার রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত না হওয়ায় সরকার পদে পদে হোঁচট খাচ্ছে: এ্যাড. শিমুল বিশ্বাস যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে মাকে অভ্যর্থনা জানাবেন তারেক রহমান ভারতে আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন ভারতে এইচএমপিভি ভাইরাসের হানা খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে

এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক আবুল বাশার বলেন, “জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষার সম্ভাব্য রুটিন প্রস্তুতের কাজ চলছে। আশা করছি, চলতি মাসের তৃতীয় সপ্তাহে রুটিন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে।”

জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২ মার্চ থেকে। আর ২৭ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে। এরপর ফরম পূরণ শুরু হবে।

এর আগে, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হতো। কিন্তু করোনার ভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৩০ জুন। তবে গণআন্দোলনের জেরে মাঝপথে এ পরীক্ষা স্থগিত হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরীক্ষার্থীরা বাকি পরীক্ষাগুলো না দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে। তখন আরও দুই সপ্তাহ পিছিয়ে অর্ধেক নম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে তাতে শিক্ষার্থীরা রাজি না হয়ে সচিবালয়ে ঢুকে পড়ে বিক্ষোভ শুরু করে। তখন বাকি পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা আসে। পরবর্তীতে এসএসসি ও সমমান পরীক্ষার নম্বর বিবেচনায় নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে গত ১৫ অক্টোবর ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। তাতে পাস করে ৭৭.৭৮% শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com