রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

লাকসাম সাংবাদিক ইউনিয়নের কমিটি পুনঃগঠন

  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা লাকসাম উপজেলাধীন লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনঃ গঠন করা হয়েছে৷
২২ মার্চ শনিবার স্থানীয় রেস্তোরায় সংগঠনের নতুন ও পুরাতন সদস্যদের উপস্থিতিতে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কার্যকরী কমিটির গঠিত হয়৷ এতে সভাপতি পদে মোঃ জাফর আহমদ, সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রহিম (পুনরায়) সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সেলিম চৌধুরী হীরা (পুনরায়) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে৷
সভার শুরুতে তিনটি পদে ভোটাভোটির পর, উপস্থিত সকলের মধ্যে আলোচনা সাপেক্ষে কণ্ঠ ভোটের মাধ্যমে, সহ সভাপতি পদে মোঃ আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আমজাদ হোসাইন, প্রচার সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম এবং মহিলা সম্পাদক পদে সারিয়া চৌধুরী নির্বাচিত হয়েছে৷
২০১৭ সালে ঘটিত লাকসাম সাংবাদিক ইউনিয়নের এটি তৃতীয় মেয়াদের কমিটি৷
উল্লেখ্য গত ১৩ মার্চ লাকসাম সাংবাদিক ইউনিয়নের ১ম কার্যনিবাহী সদস্য মোঃ জাফর আহাম্মদের ডাকা তৃতীয় তলবী সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ঐদিন ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়৷ ওই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সকল কার্য সম্পাদন করার কথা বলা হয়েছিল৷ সেই আলোকে গত ২৬/০৩/ ২০২৫ আহবায়ক কমিটির আহ্বায়ক কর্তৃক ঘোষণা করা হয় যে, লাকসামে কর্মরত সংবাদকর্মীবৃন্দ আগামী পাঁচ দিনের মধ্যে লাকসাম সাংবাদিক ইউনিয়নে আবেদন করে, সংগঠনের সদস্য হওয়ার সুযোগ গ্রহণ করতে পারবেন৷ পাশাপাশি সংগঠনের পুরনো সদস্যগণও একই সময়ের মধ্যে আবেদন করে তাদের সদস্যপদ নিশ্চিত করবেন৷ উক্ত ঘোষনার পর সদস্য হওয়ার জন্য (নতুন ও পুরাতন) মোট ২২টি আবেদন জমা পড়েছে তার মধ্যে যাচাই-বাছাই করে ১৬ টি আবেদন চূড়ান্ত করা হয় এবং বাকি ছয়টি আবেদন অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে৷ পরবর্তীতে উক্ত ছয়টি আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সদস্য সংগ্রহ প্রক্রিয়া চলমান থাকবে৷
অন্যান্য সদস্যরা হলেন এস আই শিমুল, মোহাম্মদ মাইন উদ্দিন, বিপ্লব ইসলাম, আব্দুল মান্নান মজুমদার, মোঃ মাহবুব আলম, শান্ত ইসলাম, প্রবাসী সদস্য ওহিদুল ইসলাম৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com