নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহ আলম রাজা ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুজ্জামান
সার্বিক সহযোগিতায় ও মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল হাওলাদার এর আয়োজনে মোহাম্মদপুরে দুই শত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল মোহাম্মদপুর থানা শাখার আয়োজনে গরীব ও অসহায় মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সুলতান পাটোয়ারী ও মোঃ জাহাঙ্গীর খান। এছাড়াও মোহাম্মদপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক লোকমান,সবুজ আহমেদ, সুমন ইসলাম নুর আলম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।