হাফসা (উত্তরা) দখলদার ইজরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলী আগ্রাসন ও বর্বরোচিত গণহত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের তীব্র প্রতিবাদে সংহতি জানাতে সারাদেশের ন্যায় উত্তরার বিভিন্ন থানা এলাকা থেকে হাজার হাজার তৌহিদী জনতা সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে আজ সকাল থেকে রওনা দিয়েছে।
সরেজমিনে দেখা যায় গণপরিবহন, বাস ট্রাক পিকআপ ভ্যান সহ কোনটাই ঠাঁই নেই।যে যেখানে পারছেন সেখানেই চড়ছেন লক্ষ্য একটাই সোহরাওয়ার্দী উদ্যান। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ সকাল থেকে উত্তরার বিএনএস সেন্টার, আব্দুল্লাহপুর, হাউজ বিল্ডিং, আজমপুর, খিলখেত, বিমানবন্দর মহাসড়ক গোলচক্কর এলাকায় ধর্মপ্রাণ মুসলমান, আলেম সমাজ,বিভিন্ন মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী,স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এসে জড়ো হয়। সেখান থেকে তারা ফিলিস্তিনের পতাকা হাতে নারায়ে তাকবির আল্লাহু আকবর, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে দিতে বিভিন্ন পরিবহনে চড়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্য রওয়ানা দেয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে উত্তরা থেকে কয়েক হাজার ছাত্র আফতাব নগর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে রওয়ানা দিয়েছে । তাদের মধ্যে তুরাগ থানার আহ্বায়ক নুর হোসেনের নেতৃত্বে বিএনএস সেন্টার, আকাশের নেতৃত্বে উত্তরা পূর্ব থানা, নাবিলের নেতৃত্বে উত্তরখান থানা থেকে হাজার হাজার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিতে যোগ দিতে মিছিল করতে করতে রওয়ানা দিয়েছে।
মানবতার জন্য এদিনে পবিত্র ভূমি ইসরাইলের মানুষের মর্মন্তুদ দুঃখগাথা স্মৃতির প্রতি সমবেদনা জানাতে
সকল মুসলিম এক হও এক হও, নারায়ে তাকবির
আল্লাহু আকবার,
সাবিলুনা সাবিলুনা
আল জিহাদ-আল জিহাদ
দুনিয়ার মুসলিম
এক হও-এক হও,
বদরের হাতিয়ার
গর্জে উঠো আরেকবার
ফিলিস্তিনে হামলা কেন
জাতিসংঘ জবাব চাই,
ফিলিস্তিনের অপমান
সইবেনারে মুসলমান,
আমার ভাইয়ের রক্ত
বৃথা যেতে দিবনা
ফ্রি ফ্রি ফিলিস্তিন
ফিলিস্তিন ফিলিস্তিন
ইসলামের দুশমনেরা
হুশিয়ার সাবধান
তুমি কে আমি কে
ফিলিস্তিন ফিলিস্তিন
এ্যাকশন এ্যাকশন
ডাইরেক্ট এ্যাকশন
ইসরাইলের আস্তানা
জালিয়ে দাও গুড়িয়ে দাও
আমিরিকার আসতানা
জালিয়ে দাও গুড়িয়ে দাও
ইহুদিদের কালো হাত
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও
ইসরাইল নিপাত যাক
ফিলিস্তিন মুক্ত পাক
ইসরাইলের পন্য,বয়কট বয়কট,
বয়কট বয়কট
ইসরাইলের পন্য।
বিশ্ব মুসলিম ঐক্য গড়ো
ফিলিস্তিন স্বাধিন করো,
কন্ঠে আবার লাগাও জোর
ইহুদিদের কবর খোর,
একটা একটা ইহুদি ধর,
ধইরা ধইরা জবাই কর
নারায়ে তাকবির,
আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো উত্তরা বিমানবন্দর মহাসড়ক।
ফিলিস্তিনের গাজায় ইজরাইল কর্তৃক মানবতা বিরোধী হত্যাকান্ড ও জুলুমের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে উত্তরখান উজামপুর, মাউসাইদ, মৈনারটেক,চামুরখান,
কাঁচকুড়া,চাঁনপাড়া,
মাস্টারপাড়া বালুর মাঠ,মাজার, দক্ষিণখান আজমপুর, জয়নাল মার্কেট, আসকোনা, কাওলা, এয়ারপোর্ট,
তুরাগ, বাউনিয়া, কামারপাড়া,১ নং সেক্টর ৩ নং সেক্টর, ৭ নং ১০ নং সেক্টর, ১১নং সেক্টর, ১৩ নং সেক্টর, ৬ নং সেক্টর, ৪ নং সেক্টরসহ আশেপাশে অনেক এলাকা থেকে তৌহিদি জনতা ইসরাইল বিরোধী স্লোগান দিতে দিতে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্য আজ সকাল ১১ টায় রওয়ানা দেয়।
সোহরাওয়ার্দী মাঠে
বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি বিক্ষোভ-সমাবেশ হতে যাচ্ছে,যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক-অরাজনৈতিক
সম্মিলিত জনস্রোত আজ ১২ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ।
সেখানে উপস্থিত থাকবেন,
বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিজেপি, জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব।
এ ছাড়াও বায়তুল মোকাররমের খতীব মাওলানা আব্দুল মালেক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, শায়খ মিজানুর রহমান আজহারী, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, আরজে কিবরিয়া, লতিফুল ইসলাম শিবলী সহ বিভিন্ন সেক্টরের সেলিব্রেটিগণ উপস্থিত থাকবেন।
উত্তরা বিমানবন্দর মহাসড়কে জমায়েতের সুযোগে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ও উত্তরা পূর্ব থানার পুলিশ সদস্যদের টহল দিতে ও দেখা যায়। আজ সরকারী ছুটি থাকার কারণে বিমানবন্দর মহাসড়কে কোন ধরনের যানজট সৃষ্টি হয় নি।