বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেত্রকোনায় ভুয়া বিএসটিআই সনদ ব্যবহার করে নকল পণ্য তৈরি কারখানায় অভিযান কাফকো থেকে ৩০ হাজার টন সার কিনবে সরকার সমালোচনার মুখে পদত্যাগ করলেন আমিনুল ইসলাম ড. ইউনূসের সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ দোহায় স্বাগত সংবর্ধনায় অংশ নিয়েছেন বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদ সংলাপে নতুন প্রস্তাব আসছে, সিদ্ধান্ত শিগগিরই: আলী রীয়াজ মার্কিন হামলায় হুথির নিহত সদস্যের সংখ্যা ৬৫০ ছাড়িয়ে গেছে মার্চ মাসের মাসিক অপরাধ সভায় ডিএমপিতে মিরপুর ট্রাফিকে শ্রেষ্ঠ হলেন উত্তরা বিভাগ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তুরস্ক বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের আহ্বান

কাফকো থেকে ৩০ হাজার টন সার কিনবে সরকার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৪২ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১৫তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেয় সরকার। এই সার কিনতে ব্যয় হবে ১৪২ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৯০.৩৭৫ মার্কিন ডলার।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এর নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখার স্বার্থে জাপানের সাধারণ ঠিকাদার (জিসি): এমএইচআই এর কাছ থেকে দৈনিক উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কাজে কারিগরি সহায়তা গ্রহণের লক্ষ্যে এক বছরের কারিগরি পরিষেবা চুক্তি আওতায় ‘এমএইচআই অ্যান্ড জিপিএফপিএলসি’ একক উৎস ভিত্তিক পরামর্শক (ব্যক্তি বা প্রতিষ্ঠান) নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৭৬ কোটি ৩৪ লাখ ০৭ হাজার ৩৭৫ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com