নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনার চল্লিশা এলাকার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে (বিসিক) ভুয়া বিএসটিআই সনদ ব্যবহার করে নকল পণ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করছে বিএসটিআই কর্তৃপক্ষ।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে বিসিক এর অভ্যন্তরে গ্রীনস্টার কেমিক্যাল মশার কয়েল তৈরি কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই কর্মকর্তারা ও বাংলাদেশ মশার কয়েল ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল খান উপস্থিত ছিলেন।
অভিযানে বিএসটিআই কর্মকর্তারা আইনগত কোনো ব্যবস্থা না নেওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বিএসটিআইয়ের দায়িত্বহীনতার কারণে নকল পণ্য বাজারে সয়লাব করছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
নকল পণ্য উৎপাদন ও অবৈধভাবে বাজারজাতকরণ করার বিষয়ে অবগত হয়ে হান্টার কয়েলের মালিক বিশ্বজিৎ কুমার সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করেন।
অপরদিকে বিএসটিআই ময়মনসিংহ কার্যালয়ের ফিল্ড অফিসার মো. নজরুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে তদন্ত করে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার প্রমাণ পেয়েছ। ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রীণস্টার কেমিক্যালের লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হবে।
বিএসটিআইয়ের বিভাগীয় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, লাইসেন্স ব্যতিরেকে নকল পণ্য উৎপাদনের সঠিক তথ্য পেলে প্রশাসনের সহায়তায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, বিসিক শিল্পনগরীর কর্মকর্তাকে নকল পণ্য উৎপাদন বন্ধের নির্দেশনা দেওয়া হবে।