এ প্রতিযোগিতায় আলোচনায় আসেন বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। বরাবরই প্রতিযোগিতায় বিচারকদের মন জয় করে এসেছেন তিনি। ধারণা করা হয়েছিল তিনি এবার চ্যাম্পিয়ন হবেন।
তবে ইতোমধ্যে খবর বেরিয়েছে তিনি চ্যাম্পিয়ন হচ্ছেন না। এ নিয়ে বাংলাদেশে এমনকি পশ্চিমবঙ্গেও তীব্র সমালোচনার ঝড় উঠে। গত ২৯ জুন কলকাতার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এই রিয়েলিটি শোয়ের ফাইনাল রাউন্ড। এরপরই ফাইনাল রাউন্ডের ফলাফল ফাঁস হয়ে যায়।
সেখানে দেখা যায়, এতে প্রথম হয়েছেন অঙ্কিতা। যৌথভাবে প্রথম রানারআপ গৌরব ও ম্নিগ্ধজিৎ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল। তারপর থেকেই শুরু হয়েছে সমালোচনা। ফাইনাল রাউন্ডের মঞ্চে গান গাইতে দেখা যাবে অঙ্কিতা, নোবেল, ম্নিগ্ধজিৎ, গৌরব ও প্রীতমকে।