স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯১ রানের বিশাল ব্যবধানে হেরে অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই তামিম ইকবালের দলের। সেই লক্ষ্য নিয়েই রবিবার (২৮ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন তামিম-মুশফিকরা। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি।
অধিনায়ক তামিম ইকবালের অধীনে প্রথম ম্যাচে একেবারেই নাজুক ছিল বাংলাদেশের পারফরম্যান্স। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং; তিন বিভাগেই অপরিপক্বতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সমালোচিত হয়েছে তামিমের অধিনায়কত্বও। দ্বিতীয় ম্যাচে তাই সামনে থেকে নেতৃত্ব দিতে মুখিয়েই থাকবেন অভিজ্ঞ এই ওপেনার।
অবশ্য সিরিজে ফেরার এই মিশনে বাংলাদেশ কিছুটা স্বস্তি পেতে পারে লাসিথ মালিঙ্গা না থাকায়। শ্রীলঙ্কার ৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই তারকা পেসার প্রথম ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বিদায়ের ম্যাচটি তিনি রাঙ্গিয়ে নিয়েছেন দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে। ৯.৪ ওভার বোলিং করে দুই মেইডেনসহ ৩৮ রান খরচায় তিন উইকেট শিকার করেন তিনি।
সিরিজে ফিরতে হলে বোলারদের এগিয়ে আসতে হবে সবার আগে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে প্রথমে ব্যাটিং করা শ্রীলঙ্কা ৮ উইকেটে ৩১৪ রানের বিশাল পুঁজি পায়।
মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজদের তেমন পাত্তাই দেননি কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুসরা। ৯৯ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১১১ রান করেন কুশল পেরেরা।
দ্বিতীয় ওয়ানডের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন। ম্যাচের আগের দিন তিনি জানিয়েছেন, দল হারলেও সম্ভাব্য সেরা একাদশ নিয়ে প্রথম ওয়ানডে খেলেছিল বাংলাদেশ।
সুজন বলেন, ‘একাদশ সাজানোয় ভুল হয়েছে আমি সেভাবে ফিল করি না। আমরা ভালো একাদশই বাছাই করেছিলাম প্রথম ম্যাচের জন্য। পরিবর্তনের কথা আমরা এখনও চিন্তা করিনি। অনেকগুলো পরিবর্তন এলে যে ভালো হবে, সবসময় সেটা না। আবার অনেক সময় পরিবর্তন আনলে ভালো হয়। যেটা আমি বললাম যে আমরা প্রথম ম্যাচে সম্ভাব্য সেরা একাদশ সাজিয়েছি।’
শ্রীলঙ্কার একাদশে অবশ্য নিশ্চিতভাবেই একটি পরিবর্তন আসছে। প্রথম ওয়ানডে খেলে বিদায় নেয়া লাসিথ মালিঙ্গার পরিবর্তে একাদশে আসতে পারেন ডানহাতি পেসার দাশুন শানাকা। এ ছাড়া আর কোনো স্বাগতিকদের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই।