হাফসা আক্তার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সবুজবাগ থানার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির বিভিন্ন পদাধিকারীর নাম জানানো হয়েছে।
কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল রহিম। তার নেতৃত্বে একদল যুগ্ম আহবায়ক এই কমিটির কার্যক্রমে সহায়তা করবেন। যেখানে যুগ্ন আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বশিরুল আলম ফারুক।
তাছাড়া আরও যুগ্ম আহবায়কদের মধ্যে রয়েছেন:
মো. ইয়াহইয়া (কাজী বাবু),মো. বদিউজ্জামান (বদি),মো. আব্দুল হান্নান খান, মো: আব্দুল কাদের জিলন, শফিকুর রহমান খোকন,
আমানুল হক আমান,ইলিয়াস বাবু, আনোয়ারুল আজিম,সৈয়দ জিল্লুর রহমান মধু, মো.রহিম পারভেজ।
এই কমিটি গঠনের মাধ্যমে সবুজবাগ থানায় দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল ইসলাম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। তাদের স্বাক্ষরের মাধ্যমে এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন নিশ্চিত হয়েছে।